করোনায় নতুন সংক্রমণ ও মৃত্যুর রেকর্ড দক্ষিণ কোরিয়ার

প্রকাশ: ডিসেম্বর ০৫, ২০২১

বণিক বার্তা ডেস্ক

নতুন করে করোনা সংক্রমণ এবং মৃত্যুতে নতুন রেকর্ড গড়েছে দক্ষিণ কোরিয়া। গত কয়েক সপ্তাহে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও গতকাল নতুন রেকর্ড গড়েছে দেশটি। কোরিয়ার রোগ নিয়ন্ত্রণ প্রতিরোধ সংস্থা (কেডিসিএ) গতকাল জানায়, হাজার ৩৫২ জন নতুন করে সংক্রামিত হয়েছে। এর মধ্যে অন্তত তিনজন ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছে। খবর এপি।

চলতি সপ্তাহে করোনা সংক্রমণের হার নিয়ে তিনবার পাঁচ হাজারের সীমা অতিক্রম করল। গত ২৪ ঘণ্টায় দেশটিতে রেকর্ড ৭০ জন আক্রান্ত কভিডে মারা গেছে বলে জানা গেছে। সব মিলিয়ে পর্যন্ত দেশটিতে করোনায় মারা গেছে হাজার ৮০৯ জন। কভিডে আক্রান্তদের মধ্যে ৭৫২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানায় নিয়ন্ত্রক সংস্থাটি।

ডেল্টা ভ্যারিয়েন্টের হানায় দক্ষিণ কোরিয়ার হাসপাতাল ব্যবস্থা মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে। এছাড়া ওমিক্রন ভ্যারিয়েন্টও আশঙ্কা বাড়িয়ে দিচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আফ্রিকার বেশ কয়েকটি দেশ থেকে আন্তর্জাতিক ফ্লাইটে বিধিনিষেধ আরোপ করেছে এবং ১০ দিনের কোয়ারেন্টিন নীতিমালা বাধ্যতামূলক করেছে। কেডিসিএ কর্তৃক ওমিক্রনে তিনজনের সংক্রমণের বিষয়টি নিশ্চিত হওয়ায় এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫