শেষ হলো রাশিয়া ও আসিয়ানের প্রথম যৌথ নৌ মহড়া

প্রকাশ: ডিসেম্বর ০৫, ২০২১

বণিক বার্তা ডেস্ক

রাশিয়া অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান ন্যাশনসের (আসিয়ান) প্রথম যৌথ নৌ মহড়া শেষ হয়েছে। গতকাল মহড়া শেষ হয় বলে জানিয়েছে ইন্দোনেশিয়ান নৌবাহিনী। খবর রয়টার্স।

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের উপকূলে তিন দিনব্যাপী মহড়ার উদ্দেশ্য ছিল কৌশলগত সামুদ্রিক এলাকায় আসিয়ানের সদস্যদেশগুলো রাশিয়ার নৌবাহিনীর মধ্যে আন্তঃকার্যক্ষমতা বাড়ানো। দক্ষিণ চীন সাগরে প্রধান শক্তিগুলোর মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার ভেতরেই মহড়ার আয়োজন শেষ হলো। ভূ-রাজনীতিতে সম্পদসমৃদ্ধ জলপথ দক্ষিণ চীন সাগর খুবই তাত্পর্যপূর্ণ।

দুই পর্যায়ের ওই মহড়ায় রাশিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, সিঙ্গাপুর ব্রুনাইয়ের আটটি যুদ্ধজাহাজ চারটি বিমান অংশ নেয়। রাশিয়ার যুদ্ধজাহাজ অ্যাডমিরাল প্যানটেলেয়েভের কমান্ডার অ্যালেক্সেই বলোতনিকভ বলেছেন, আসিয়ান-রাশিয়ার পরবর্তী মহড়া ভ্লাদিভসটকে হবে বলে তিনি প্রত্যাশা করছেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫