ল্যান্ডিং গিয়ারে ত্রুটি

চট্টগ্রামে বিমানের উড়োজাহাজের জরুরি অবতরণ

প্রকাশ: ডিসেম্বর ০২, ২০২১

নিজস্ব প্রতিবেদক

ল্যান্ডিং গিয়ারে ত্রুটির কারণে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট জরুরি অবতরণ করেছে। গতকাল রাতে জরুরি অবতরণ করলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিমানবন্দরের একাধিক সূত্র তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, গতকাল ঢাকা থেকে ছেড়ে আসা ড্যাশ- কিউ ৪০০ উড়োজাহাজ অবতরণের সময় ল্যান্ডিং গিয়ার কাজ করছিল না। বৈমানিক একাধিকবার গো অ্যারাউন্ড করে ল্যান্ড গিয়ার রিলিজের চেষ্টা করেন। বারবার চেষ্টা করেও নোজ ল্যান্ড গিয়ার কাজ করছিল না। তখন বৈমানিক জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। পরে জরুরি অবতরণের সময় মেইন গিয়ারে রানওয়ের ধাক্কায় নোজ ল্যান্ডিং গিয়ার রিলিজ হয়। ৪২ জন যাত্রী নিয়ে ফ্লাইটটি নিরাপদে অবতরণ করে।

অন্যদিকে, গতকাল এক যাত্রীর কাছে বোমা আছে এমন সংবাদে মালয়েশিয়া এয়ারলাইনসের একটি উড়োজাহাজ শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণ করে। তবে তল্লাশি চালিয়ে তাতে কোনো বোমা পাওয়া যায়নি।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫