সোয়াচ অব নো গ্রাউন্ড পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: ডিসেম্বর ০২, ২০২১

বাংলাদেশ কোস্টগার্ডের ব্যবস্থাপনায় সোয়াচ অব নো গ্রাউন্ড পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বঙ্গোপসাগরের সামুদ্রিক সম্পদে ভরপুর সোয়াচ অব নো গ্রাউন্ড পরিদর্শনের লক্ষ্যে সম্প্রতি তিনি কোস্টগার্ডের জাহাজে করে ওই এলাকায় যান। সময় তার সঙ্গে ছিলেন জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব মোস্তফা কামাল উদ্দীন, পুলিশ মহাপরিদর্শক . বেনজীর আহমেদ, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম এবং বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরী। জাহাজে স্বরাষ্ট্রমন্ত্রী অন্যান্য অতিথিরা কোস্টগার্ডের বিভিন্ন অপারেশনাল কর্মকাণ্ড পরিদর্শন করেন। স্বরাষ্ট্রমন্ত্রীর ওই পরিদর্শনের মাধ্যমে সমুদ্রসম্পদ সংরক্ষণসহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়তে কোস্টগার্ডের সদস্যরা আরো অনুপ্রাণিত হবেন বলে আশা করে কোস্টগার্ড। বিজ্ঞপ্তি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫