ক্যান্সার বিজয়ীদের নিয়ে স্কয়ার হাসপাতালের বিশেষ আয়োজন

প্রকাশ: ডিসেম্বর ০২, ২০২১

স্কয়ার হসপিটালের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং স্কয়ার অনকোলজি রেডিওথেরাপি বিভাগের ১২ বছর পূর্তি উপলক্ষে ক্যান্সার বিজয়ী রোগী তাদের স্বজনদের নিয়ে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল হাসপাতালের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ১০০ জনের অধিক ক্যান্সারজয়ী তাদের স্বজনরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্কয়ার হসপিটালের বিভিন্ন বিভাগের চিকিৎসক, নার্স, কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্কয়ার হসপিটালের ক্লিনিক্যাল অনকোলজি রেডিওথেরাপি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট কো-অর্ডিনেটর অধ্যাপক ডা. সাইদ মো. আকরাম হোসেইন বলেন, ক্যান্সার রোগীদের প্রয়োজনে ২৪ ঘণ্টা প্রস্তুত রয়েছে আমাদের ইমার্জেন্সি ইনপেশেন্ট বিভাগ। বাসায় গিয়ে ক্যান্সার রোগীদের সেবা দেয়ার পরিকল্পনাও রয়েছে, যা অতি দ্রুত বাস্তবায়ন করা হবে। বিজ্ঞপ্তি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫