‘ব্যাংক অব দি ইয়ার’ স্বীকৃতি পেল ইবিএল

প্রকাশ: ডিসেম্বর ০২, ২০২১

লন্ডনভিত্তিক ম্যাগাজিন দ্য ব্যাংকারের ব্যাংক অব দি ইয়ার-২০২১ পুরস্কারে ভূষিত হলো বেসরকারি খাতের ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) ইবিএল বাংলাদেশের প্রথম ব্যাংক যারা দ্বিতীয়বার বিশেষ সম্মাননা লাভ করল। সম্প্রতি ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত এক অনুষ্ঠানে দ্য ব্যাংকার সম্পাদক কিমবার্লে লং পুরস্কার ঘোষণা করেন।

করোনা অতিমারী বিবেচনায় বিচারকরা বছর বিজয়ী ব্যাংকগুলোর দৃঢ়তা, গ্রাহকসেবা কীভাবে তারা ডিজিটাল রূপান্তর এবং টেকসই প্রবৃদ্ধি নিয়ে কাজ করেছে, তার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। বিচারকদের মতে, বিজয়ী ব্যাংকগুলো বছর সত্যিকার অর্থেই স্থিতিশীলতা প্রদর্শন করেছে, যা তাদের প্রাতিষ্ঠানিক শক্তির পরিচয় বহন করে।

ইবিএল ব্যবস্থাপনা পরিচালক প্রধান

নির্বাহী আলী রেজা ইফতেখার বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, এটি আমাদের ডিজিটাল রূপান্তর এবং সাসটেইনেবিলিটির বৈশ্বিক স্বীকৃতি। ২০২০ সালে করোনা অতিমারীর পুরো সময়ে ইবিএল অসাধারণ দৃঢ়তার পরিচয় দিয়েছে। তারল্য, লাভজনকতা সচ্ছলতার মধ্যে ভারসাম্য বজায়

রাখতে সক্ষম হয়েছে, যা ২০২১ সালেও চলমান ছিল। বিজ্ঞপ্তি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫