আয়কর রিটার্ন জমা দেয়া যাবে ৩১ ডিসেম্বর পর্যন্ত

প্রকাশ: ডিসেম্বর ০১, ২০২১

নিজস্ব প্রতিবেদক

২০২১-২২ কর বছরের ব্যক্তিশ্রেণীর আয়কর বিবরণী বা রিটার্ন জমা দেয়ার সময়সীমা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) করোনাভাইরাস পরিস্থিতির অসুবিধার কথা বিবেচনায় নিয়ে সময়সীমা বাড়ানো হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

গতকাল এনবিআরের কর প্রশাসন এইচআরএম উইং বিষয়ে একটি আদেশ জারি করে। কর পরিবীক্ষণ সমন্বয় শাখার দ্বিতীয় সচিব দীপক কুমার পাল স্বাক্ষরিত আদেশে জানানো হয়, জাতীয় রাজস্ব বোর্ড করোনাভাইরাস পরিস্থিতিতে সৃষ্ট অসুবিধার কথা বিবেচনায় নিয়ে ব্যক্তিশ্রেণীর করদাতার ২০২১-২২ কর বছরের আয়কর রিটার্নের সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করল। আয়কর অধ্যাদেশ, ১৯৮৪- প্রদত্ত ক্ষমতাবলে সময়সীমা বাড়ানো হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়।

আয়কর অধ্যাদেশ অনুযায়ী, প্রতি বছর ৩০ নভেম্বরের মধ্যে রিটার্ন জমা দেয়া বাধ্যতামূলক। তবে একই অধ্যাদেশে মহামারী কিংবা যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় নিয়ে অধ্যাদেশের যেকোনো বিধানে নির্ধারিত সময়সীমা বাড়ানোর সুযোগও রাখা হয়েছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫