নড়াইলে কৃষক হত্যায় একজনের মৃত্যুদণ্ড, তিন জনের যাবজ্জীবন

প্রকাশ: ডিসেম্বর ০১, ২০২১

বণিক বার্তা প্রতিনিধি, নড়াইল

নড়াইল সদর উপজেলার ভবানীপুর গ্রামের কৃষক মফি শেখ (২৮) হত্যা মামলায় জামিনুর রহমান মোল্যা নামে এক যুবকের মৃত্যুদণ্ড ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডসহ প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় ছয় আসামির মধ্যে দুজনকে খালাস দেয়া হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে জেলা দায়রা জজ মুন্সী মশিয়ার রহমান আদেশ দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ১৮ জুলাই নড়াইলের ভবানীপুর  গ্রামের কৃষক মফি শেখ তার শিশুপুত্রকে নিয়ে স্কুল থেকে উপবৃত্তির টাকা তুলে বাড়ি ফিরছিলেন। পথে নড়াইল-কালিয়া সড়কের মাথাভাঙ্গা এলাকায় পৌঁছলে আসামিরা ধারালো অস্ত্র দিয়ে মফি শেখকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিলে চিকিৎসক মফি শেখকে মৃত ঘোষণা  করে। ঘটনায় পরদিন নড়াইল সদর থানায় ছয়জনের নামে মামলা করেন নিহতের স্ত্রী রেকসোনা খাতুন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫