করোনাভাইরাস

একজনের মৃত্যু, শনাক্ত ২৭৩

প্রকাশ: নভেম্বর ৩০, ২০২১

নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘণ্টায় নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। 

এ সময়ের মধ্যে ২৭৩ জনের শরীরে ভাইরাসটির সংক্রমণ শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ৩৬৮ জন রোগী। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

নতুন একজন নিয়ে দেশে এখন পর্যন্ত কভিড-১৯ রোগে মৃত্যু হয়েছে ২৭ হাজার ৯৮১ জনের। এখন পর্যন্ত মোট আক্রান্ত শনাক্ত হন ১৫ লাখ ৭৬ হাজার ২৮৪ জন। মোট সুস্থ  হয়েছেন ১৫ লাখ ৪০ হাজার ৯৬৫ জন।

গত একদিনে ১৯ হাজার ৯২৪ জনের নমুনা সংগ্রহের বিপরীতে পরীক্ষা করা হয় ১৯ হাজার ৮০২টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৩৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় শুধু ঢাকা বিভাগে এক নারীর মৃত্যু হয়েছে। দেশের অন্য কোথাও করোনায় মৃত্যু হয়নি।

দেশে এ পর্যন্ত ১ কোটি ৮ লাখ  ৮৮ হাজার ৭৫১টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ৪৮ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৭৬ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৭৮ শতাংশ।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫