আনিসুল হকের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশ: নভেম্বর ৩০, ২০২১

নিজস্ব প্রতিবেদক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রয়াত মেয়র আনিসুল হকের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ। ২০১৭ সালের ৩০ নভেম্বর লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

রাজধানীকে পরিচ্ছন্ন, নিরাপদ স্মার্ট নগরী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে ২০১৫ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ডিএনসিসির মেয়র নির্বাচিত হন আনিসুল হক। ২০১৭ সালের ২৯ জুলাই ব্যক্তিগত সফরে সপরিবারে লন্ডনে যান তিনি। সেখানে তিনি সেরিব্রাল ভাসকুলাইটিসে আক্রান্ত হন। ৩০ নভেম্বর লন্ডনের ওয়েলিংটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ১৯৫২ সালে জন্ম নেয়া আনিসুল হক রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর সম্পন্ন করেন। আশির দশকে টেলিভিশন উপস্থাপক হিসেবে জনপ্রিয়তা লাভ করেন তিনি। বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত আনন্দমেলা অন্তরালে নামে দুটি অনুষ্ঠানে উপস্থাপনা করতেন। মিডিয়া ব্যক্তিত্বের পাশাপাশি আনিসুল হক একজন সফল ব্যবসায়ীও। বিজিএমইএর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদী গ্রুপের প্রতিষ্ঠাতা আনিসুল হক।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫