স্পিনারদের দাপটে দারুণ সেশন বাংলাদেশের

প্রকাশ: নভেম্বর ২৮, ২০২১

ক্রীড়া প্রতিবেদক

স্পিন ঘূর্ণিতে তৃতীয় দিনের শুরুতেই পাকিস্তানের প্রতিরোধ ভাঙলো বাংলাদেশ। চট্টগ্রাম টেস্টে আজ রোববার ৩৬ রান তুলতেই চার উইকেট হারিয়েছে সফরকারীরা।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ প্রথম সেশনে চার উইকেটে ২০৩ রান সংগ্রহ করে মধ্যাহ্নবিরতিতে গেছে পাকিস্তান। এখনো বাংলাদেশের চেয়ে ১২৭ রান পিছিয়ে আছে বাবর আজমের দল। আবিদ আলী ১২৭ ও মোহাম্মদ রিজওয়ান ৫ রানে অপরাজিত আছেন।

পাকিস্তানের সবকটি উইকেটই নিয়েছেন বাংলাদেশের স্পিনাররা। তাইজুল ইসলাম তিনটি ও মেহেদি হাসান মিরাজের শিকার একটি উইকেট।

তৃতীয় দিনের প্রথম ওভারেই দুই উইকেট হারায় সফরকারীরা। অভিষেক টেস্টে প্রথম ইনিংসে আগের দিন ৫২ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছিলেন আব্দুল্লাহ শফিক। আজ ব্যাট করতে নেমে ইনিংসে রানই যোগ করতে পারেননি এ পাক ওপেনার। দিনের প্রথম ওভারের পঞ্চম বলে তাইজুলের এলবিডব্লিউর শিকার হন তিনি। পরের বলেই আজহার আলীকে ‘গোল্ডেন ডাকে’ ফেরান বাংলাদেশের এই অপস্পিনার। আজহারও ফেরেন এলবিডব্লিউর ফাঁদে পড়ে।

অধিনায়ক বাবর আজম থিতু হওয়ার চেষ্টা করলেও বেশিক্ষণ টিকতে পারেননি। মিরাজের করা বলে তারই হাতে ক্যাচ দিয়ে ফেরেন বাবর। ফাওয়াদ আলমকে ৮ রানে ফেরান তাইজুল। প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ছিল ৩৩০ রান।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫