টিকা রফতানি নীতি শিথিল করছে ইইউ

প্রকাশ: নভেম্বর ২৮, ২০২১

বণিক বার্তা ডেস্ক

কভিড-১৯ প্রতিরোধী টিকা রফতানিতে বিধিনিষেধ শিথিল করার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) আগামী জানুয়ারি থেকে ২৭ দেশের ব্লকের বাইরে টিকা রফতানির জন্য প্রতিষ্ঠানগুলোর বিশেষ অনুমোদনের প্রয়োজন পড়বে না। খবর এপি।

টিকাদান কার্যক্রমে পিছিয়ে থাকায় চলতি বছরের শুরুর দিকে রফতানির ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করে ইইউ। সে সময় ব্রিটিশ-সুইডিশ ওষুধ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা কিছু টিকা রফতানির চেষ্টা করলে তা আটকে দিতে পদক্ষেপ নেয়া হয়েছিল। এর পরই অস্ট্রেলিয়ার জন্য নির্ধারিত ২৫০ লাখেরও বেশি ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকার চালান প্রক্রিয়া বন্ধ হয়ে যায়।

ইইউর স্বাস্থ্য কমিশনার স্টেলা কিরিয়াকিডিসের মতে, ব্লকের ৪৫ কোটি জনসংখ্যার ৬৫ শতাংশেরও বেশি মানুষ কভিডের টিকা নিয়েছে। ইইউ কমিশনের মুখপাত্র ডানা স্পিন্যান্ট বলেন, একটি নতুন ব্যবস্থা হিসেবে রফতানির স্বচ্ছতা আরোপ করা হচ্ছে। ব্যবস্থায় সংস্থাগুলো টিকা রফতানির তথ্য কমিশনকে সরবরাহ করবে। বিশ্বজুড়ে ২৭ দেশের ব্লকটি থেকে সবচেয়ে বেশি টিকা সরবরাহ করা হয়েছে বলেও দাবি করেন স্পিন্যান্ট। তার মতে, ১৫০টিরও বেশি দেশে ১৩০ কোটি ডোজ টিকা সরবরাহ করেছে ইইউ।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫