যুক্তরাষ্ট্রে বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের মজুদ

প্রকাশ: নভেম্বর ২৮, ২০২১

বণিক বার্তা ডেস্ক

যুক্তরাষ্ট্রে অপরিশোধিত জ্বালানি তেলের মজুদ বেড়েছে। পণ্যটির রফতানি ব্যাপক হারে কমে যাওয়ায় ১৯ নভেম্বর শেষ হওয়া সপ্তাহে মজুদ বৃদ্ধি পায়। মার্কিন এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন (ইআইএ) সম্প্রতি তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানায়, ১৯ নভেম্বর অপরিশোধিত জ্বালানি তেলের বাণিজ্যিক মজুদ ১০ লাখ ২০ হাজার ব্যারেল বেড়ে ৪৩ কোটি ৪০ লাখ ২০ হাজার ব্যারেলে উন্নীত হয়। তবে মজুদ এখনো পাঁচ বছরের গড় পরিমাণের তুলনায় দশমিক শতাংশ কম বলেও জানিয়েছে ইআইএ।

সাপ্তাহিক মজুদ বৃদ্ধিতে প্রধান ভূমিকা রেখেছে পশ্চিম উপকূলীয় অঞ্চল। ওই অঞ্চলে অপরিশোধিত জ্বালানি তেলের মজুদ ৩০ লাখ ৫০ হাজার ব্যারেল বেড়ে কোটি লাখ ব্যারেলে উন্নীত হয়েছে, যা মার্চ শেষ হওয়া সপ্তাহের পর সর্বোচ্চ মজুদ। এদিকে মধ্যপশ্চিমাঞ্চলে মজুদ ১৩ লাখ ১০ হাজার ব্যারেল বেড়ে ১১ কোটি লাখ ব্যারেলে উন্নীত হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের সাপ্তাহিক অপরিশোধিত জ্বালানি তেল রফতানি ব্যাপক হারে কমেছে। মজুদ বৃদ্ধির পেছনে বিষয়কেই দায়ী করা হচ্ছে। পণ্যটির রফতানি দৈনিক ১০ লাখ ২০ হাজার ব্যারেল করে কমেছে। রফতানির পরিমাণ দাঁড়িয়েছে দৈনিক ২৬ লাখ ১০ হাজার ব্যারেলে, যা ছয় সপ্তাহের সর্বনিম্ন। বিপরীতে অপরিশোধিত জ্বালানি তেল আমদানি বেড়েছে শতাংশ। মোট আমদানির পরিমাণ দাঁড়িয়েছে দৈনিক ৬৪ লাখ ৪০ হাজার ব্যারেলে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫