তিন বছরে সর্বোচ্চে চীনের স্বর্ণ আমদানি

প্রকাশ: নভেম্বর ২৮, ২০২১

বণিক বার্তা ডেস্ক

চীনের স্বর্ণ আমদানিতে গত মাসে উল্লম্ফন দেখা দিয়েছে। হংকং শহরের মধ্য দিয়ে মূল্যবান ধাতুটির আমদানি সেপ্টেম্বরের তুলনায় ৫৬ শতাংশ বৃদ্ধি পায়, যা তিন বছরের সর্বোচ্চ আমদানি। খবর বিজনেস রেকর্ডার।

বিশ্লেষকরা বলছেন, দেশজুড়ে মূল্যস্ফীতির হার বাড়ছে। এটি থেকে পরিত্রাণের পথ খুঁজছে শীর্ষস্থানীয় স্বর্ণ ব্যবহারকারী দেশটি। ধারাবাহিকতায় মূল্যবান ধাতুটির আপত্কালীন মজুদ বাড়ানোর উদ্যোগ নিয়েছেন চীনের নীতিনির্ধারকরা। কারণেই আমদানি বাড়ানো হয়েছে।

হংকংয়ের সেনশাস অ্যান্ড স্ট্যাটিস্টিকস ডিপার্টমেন্টের তথ্য বলছে, হংকং দিয়ে অক্টোবরে চীন ৫৭ দশমিক ৮০ টন স্বর্ণ আমদানি করে। সেপ্টেম্বরে আমদানির পরিমাণ ছিল ৪১ দশমিক ৮৮ টন।

শুল্ক বিভাগের তথ্য বলছে, অক্টোবরে চীনা মূল ভূখণ্ডে সুইজারল্যান্ড থেকে স্বর্ণ আমদানিও ২০১৮ সালের জুনের পর সর্বোচ্চ বেড়েছে। বাজার বিশ্লেষক রস নরম্যান বলেন, এসব তথ্য অঞ্চলটিতে স্বর্ণের শক্তিশালী চাহিদার দিকেই ইঙ্গিত করছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫