সম্প্রসারিত হচ্ছে ভিয়েতনামের কফি রফতানি

প্রকাশ: নভেম্বর ২৮, ২০২১

বণিক বার্তা ডেস্ক

বিশ্বজুড়ে বাড়ছে কফির চাহিদা। ফলে আগামী মাসগুলোয় অন্যতম শীর্ষ উৎপাদক ভিয়েতনামের কফি রফতানি সম্প্রসারণ হতে পারে। এক্ষেত্রে মুক্ত বাণিজ্য চুক্তি দেশটিকে সুবিধা দিচ্ছে। ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট রফতানি বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে।

ভিয়েতনাম কফি-কোকো অ্যাসোসিয়েশনের তথ্যমতে, নভেম্বর ডিসেম্বরে ভিয়েতনামের মাসভিত্তিক কফি রফতানি প্রায় লাখ ৩০ হাজার টনে পৌঁছার সম্ভাবনা রয়েছে। বর্তমানে ভিয়েতনামের কফি রফতানি মূল্য ঊর্ধ্বমুখী। দাম একই রকম থাকলে রফতানি থেকে আয় বাড়বে ৬০ কোটি ডলার। ফলে বার্ষিক কফি রফতানি আয় ৩০০ কোটি ডলারে উন্নীত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বাজারসংশ্লিষ্টরা জানান, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত নানা প্রতিবন্ধকতায় কমেছে ভিয়েতনামের কফি রফতানি। সময় দেশটি ২৪৫ কোটি ডলারের কফি রফতানি করে। পরিমাণের দিক থেকে রফতানি গত বছরের একই সময়ের তুলনায় দশমিক শতাংশ কমেছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫