আফ্রিকার ৮ দেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

প্রকাশ: নভেম্বর ২৭, ২০২১

বণিক বার্তা অনলাইন

দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া নভেল করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের বিস্তার ঠেকাতে আফ্রিকার আটটি দেশ ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী সোমবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। খবর রয়টার্স।

মার্কিন সরকারের ঘোষণা অনুযায়ী দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, বতসোয়ানা, জিম্বাবুয়ে, মোজাম্বিক, লেসোথো, মালাউই এবং এসওয়াতিনিতে বিমান চলাচল নিষেধাজ্ঞা আগামী সোমবার থেকে কার্যকর হবে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে, দেশগুলো থেকে মার্কিন নাগরিকদের ফেরার সুযোগ রেখেছে তার প্রশাসন। 

বাইডেন বলেছেন, আমি সিদ্ধান্ত নিয়েছি আমরা সতর্ক থাকব। করোনার নতুন ধরন সম্পর্কে আমরা অনেক কিছুই জানি না। নতুন ধরনটি খুব দ্রুত ছড়ায়, এবং এটি বেশ উদ্বেগের। 

এ সিদ্ধান্ত গ্রহণের আগে আফ্রিকার এ সাতটি দেশে বিধিনিষেধের আরোপের আভাস দেন শীর্ষ মার্কিন সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫