শনাক্ত ২৩৯, আরো তিনজনের মৃত্যু

প্রকাশ: নভেম্বর ২৭, ২০২১

নিজস্ব প্রতিবেদক

দেশে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। সময় আরো ২৩৯ জনের শরীরে প্রাণঘাতী ভাইরাসটির সংক্রমণ শনাক্ত হয়েছে। দেশে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে গতকাল বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সরকারের তথ্য বলছে, গতকাল সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে প্রায় ১৭ হাজার ব্যক্তির নমুনা পরীক্ষা করা হয়। পর্যন্ত সরকারি বেসরকারি ব্যবস্থাপনায় কোটি লাখ ১৮ হাজার ৭৮৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে মোট কভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৭৫ হাজার ৪২৪ জন। আর মারা গেছেন ২৭ হাজার ৯৭৩ জন। সর্বশেষ ২৭৭ জন করোনা রোগী সুস্থ হওয়ায় মোট সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৩৯ হাজার ৮৩০ জনে। এতে বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগী রয়েছেন হাজার ৬২১ জন।

গতকাল নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার দশমিক ৪১ শতাংশ। পর্যন্ত পরীক্ষাকৃত নমুনার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ৫৬ শতাংশ। আর মোট মৃত্যুর হার দশমিক ৭৮ শতাংশ। সর্বশেষ মারা যাওয়া তিনজনের মধ্যে দুজন খুলনা এবং একজন ঢাকা বিভাগের বাসিন্দা ছিলেন। আর গতকাল আক্রান্তদের মধ্যে ১৬৮ জনই ঢাকা বিভাগের, যা দিনের মোট শনাক্তের ৭০ শতাংশের বেশি।

জানা যায়, ২০২০ সালের মার্চ দেশে করোনা সংক্রমণ শনাক্ত হয়। এরপর মাত্র ১০ দিনের ব্যবধানে প্রথম মৃত্যুর কথা জানায় সরকার। চলতি বছরের ৩১ আগস্ট দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা ১৫ লাখ অতিক্রম করে। এর আগে ২৮ জুলাই দেশে একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জন রোগী শনাক্ত হন। আর গত ১৪ সেপ্টেম্বর মৃত্যুর সংখ্যা ২৭ হাজার অতিক্রম করে। এর মধ্যে ১০ আগস্ট দুইদিনই সর্বোচ্চ ২৬৪ জন করে করোনা রোগীর মৃত্যু হয়।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫