বাংলাদেশ-পাকিস্তান টেস্ট

ব্যর্থ টপ অর্ডার, ৪ উইকেট হারিয়ে মধ্যাহ্নভোজে গেল বাংলাদেশ

প্রকাশ: নভেম্বর ২৬, ২০২১

ক্রীড়া প্রতিবেদক

চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্ট শুরু হয়েছে। এ সিরিজ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি আসর শুরু করল টাইগাররা। আজ শুক্রবার প্রথম ইনিংসের প্রথম দিনে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। দিনের প্রথম সেশনে চার উইকেট হারিয়ে ৬৯ রান তুলে মধ্যাহ্নভোজে গেছেন মুমিনুল হকরা।

ম্যাচ শুরুর পরে পাকিস্তানি বোলারদের নিয়ন্ত্রিত বোলিং কোনঠাসা করে ফেলে টাইগারদের। ব্যাট করতে নেমে দলীয় ১৯ রানের মাথায় প্রথম উইকেট হারায় স্বাগতিকরা। ব্যক্তিগত ১৪ রানে ফেরেন সাইফ হাসান। সাইফ সাজঘরে ফিরে যাওয়ার পর বেশিক্ষণ স্থায়ী হননি তার সঙ্গী সাদমান ইসলামও।

দলের স্কোর বোর্ডে যখন ৩৩ রান, তখন ফেরেন সাদমান। তার ব্যাট থেকেও আসে ১৪ রান। ৪৭ রানের মাথায় আউট হন ওয়ানডাউনে নামা নাজমুল হোসেন শান্ত। তার উইলো থেকেও আসে ১৪!

চৌদ্দর কবলে পড়ে যেন শেষ হলো বাংলাদেশের টপ অর্ডার। দলের ৪৯ রানের মাথায় আউট হন মুমিনুল হক। ব্যক্তিগত ৬ রানে থামেন বাংলাদেশ অধিনায়ক। মুশফিকুর রহিম ৫ ও লিটন দাস ৮ রানে ক্রিজে আছেন।

পাকিস্তানের হয়ে শাহিন শাহ আফ্রিদি, হাসান আলী, ফাহিম আশরাফ ও নোমান আলী একটি করে উইকেট নেন।

এ টেস্ট দিয়েই পাঁচ দিনের ক্রিকেটে অভিষেক হয়েছে বাংলাদেশের ইয়াসির আলী রাব্বির। অন্যদিকে পাকিস্তানের একাদশেও নতুন মুখ আছে। অভিষেক হয়েছে ওপেনার আব্দুল্লাহ শফিকের।

বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, সাইফ হাসান, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটকিপার), ইয়াসির আলী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহী, এবাদত হোসেন।

পাকিস্তান একাদশ: আব্দুল্লাহ শফিক, আবিদ আলী, আজহার আলী, বাবর আজম (অধিনায়ক), ফাওয়াদ আলম, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), ফাহিম আশরাফ, নোমান আলী, হাসান আলী, শাহিন শাহ আফ্রিদি, সাজিদ খান। 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫