চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান

চার প্রতিষ্ঠানকে ১ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা

প্রকাশ: নভেম্বর ২৬, ২০২১

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামে চার প্রতিষ্ঠানকে লাখ ৬৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল নকল পণ্য উৎপাদন, নোংরা পরিশেষে খাবার তৈরি, পণ্যের গায়ে মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চট্টগ্রামের নাসিরাবাদ ভারী শিল্প এলাকায় অপরিচ্ছন্ন পরিবেশে পণ্য প্রস্তুত, অনুমোদিত রঙ ব্যবহার স্টার লাইন ফুড প্রডাক্টের শিপন কেক তৈরি করায় ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে ফ্যাশন ফুড লিমিটেডকে। এছাড়া নগরীর দেওয়ানহাট এলাকায় আরমান হোটেলকে ৬০ হাজার, দেওয়ান কাবাব অ্যান্ড বিরিয়ানিকে ১৫ হাজার মনসুরাবাদ এলাকার তায়েফ রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জানতে চাইলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক মো. ফয়েজ উল্লাহ বণিক বার্তাকে বলেন, অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি, মেয়াদোত্তীর্ণের তারিখ না লেখাসহ অননুমোদিত রঙ ব্যবহারের কারণে চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সাম্প্রতিক সময়ে ধরনের একাধিক অভিযান পরিচালনা করা হয়।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫