শিল্পী বারী সিদ্দিকী স্মরণে সংগীতানুষ্ঠান

প্রকাশ: নভেম্বর ২৬, ২০২১

বণিক বার্তা প্রতিনিধি, নেত্রকোনা

প্রখ্যাত সুরকার, গীতিকার, বংশীবাদক সংগীতশিল্পী বারী সিদ্দিকী স্মরণে নেত্রকোনায় সংগীতানুষ্ঠান হয়েছে। বুধবার রাতে জেলা শিল্পকলা একাডেমিতে প্রত্যাশা সাহিত্য গোষ্ঠীর উদ্যোগে সুরের বাঁশিওলার প্রয়াণ দিবস স্মরণ সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়। প্রত্যাশা সাহিত্য গোষ্ঠীর সাধারণ সম্পাদক চিন্ময় সরকারের সঞ্চালনায় সংগঠনের সভাপতি দেবাশীষ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কাজী আবদুর রহমান। সময় প্রয়াত শিল্পীর কন্যা এলমা সিদ্দিকীসহ দেশের প্রখ্যাত বেতার টেলিভিশনশিল্পীরা সংগীত পরিবেশন করেন। 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫