সিএসইর ২৬তম এজিএম অনুষ্ঠিত

প্রকাশ: নভেম্বর ২৬, ২০২১

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) লিমিটেডের ২৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সিএসইর চেয়ারম্যান আসিফ ইব্রাহীম।

বিএসইসির নির্দেশনা অনুযায়ী ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত সভায় সিএসইর পরিচালক অধ্যাপক এসএম সালামাত উল্লাহ ভুইয়া, এসএম আবু তৈয়ব, সোহেল মোহাম্মদ শাকুর, মো. লিয়াকত হোসেইন চৌধুরী, ব্যারিস্টার আনিতা গাজী ইসলাম, সৈয়দ মোহাম্মদ তানভির, মেজর (অব.) এমদাদুল ইসলাম, মো. সিদ্দিকুর রহমান মোহাম্মেদ মহিউদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. গোলাম ফারুক কোম্পানি সচিব রাজীব সাহা উপস্থিত ছিলেন।

সভায় শেয়ারহোল্ডাররা ২০২০-২১ হিসাব বছরের জন্য শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের সুপারিশ অনুমোদন দেন। এছাড়া সভায় কোম্পানি আইনের দ্বিতীয় সংশোধনী অনুযায়ী চিটাগং স্টক এক্সচেঞ্জের নাম পরিবর্তন করে চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসি করার প্রস্তাব অনুমোদন করা হয়।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫