তিন মাসে জন ডিয়ারের মুনাফা বেড়েছে ৬৯%

প্রকাশ: নভেম্বর ২৬, ২০২১

বণিক বার্তা ডেস্ক

মাসব্যাপী ধর্মঘট চলমান সরবরাহ চেইনের প্রতিবন্ধকতা সত্ত্বেও গত তিন মাসে জন ডিয়ারের মুনাফা ৬৯ শতাংশ বেড়েছে। কৃষি নির্মাণ সরঞ্জামের শক্তিশালী চাহিদা থাকায় কৃষি ভারী যন্ত্রপাতি উৎপাদনকারী সংস্থাটির মুনাফার পরিমাণ বেড়েছে। খবর এপি।

মার্কিন প্রতিষ্ঠানটি জানিয়েছে, নভেম্বর শেষ হওয়া প্রান্তিকে ১২৮ কোটি ডলার মুনাফা করেছে ডিয়ার। শেয়ারপ্রতি মুনাফার পরিমাণ ডলার ১২ সেন্ট। কভিডজনিত কারণে বিক্রি কমে যাওয়ায় গত বছরের সময়ে সংস্থাটির মুনাফা ৭৫ কোটি ৭০ লাখ ডলার বা শেয়ারপ্রতি ডলার ৩৯ সেন্টে নেমে গিয়েছিল।

প্রতিষ্ঠানটির মুনাফার পরিমাণ ওয়াল স্ট্রিটের প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে। সময়ে বিশ্লেষকরা শেয়ারপ্রতি ডলার ৮২ সেন্ট মুনাফার পূর্বাভাস দিয়েছিলেন।

কৃষি যন্ত্রপাতি উৎপাদনকারী প্রতিষ্ঠানটি জানিয়েছে, উল্লিখিত সময়ে ডিয়ারের আয় ১৬ শতাংশ বেড়ে হাজার ১৩৩ কোটি ডলারে পৌঁছেছে। সমন্বিত আয়ের পরিমাণ হাজার ২৮ কোটি ডলার ছিল।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা জন মে একটি বিবৃতিতে বলেন, আমাদের আর্থিক ফলাফল বাজারের জোরালো চাহিদাকে প্রতিফলিত করে। পাশাপাশি সরবরাহ চেইনের প্রতিবন্ধকতাগুলো আমরা ভালোভাবে মোকাবেলা করতে পেরেছি। এটি গ্রাহকদের পরিষেবা চালিয়ে যাওয়া নিয়ে আমাদের সক্ষমতা তুলে ধরে।

অক্টোবরের মাঝামাঝি থেকে গত সপ্তাহ পর্যন্ত ১০ হাজারেরও বেশি ডিয়ার কর্মী আইওয়া, ইলিনয় কানসাসের কারখানায় ধর্মঘট পালন করেন। তৃতীয় প্রস্তাবে সংস্থাটি ১০ শতাংশ তাত্ক্ষণিক বৃদ্ধি এবং হাজার ৫০০ ডলারের রেটিফিকেশন বোনাস ঘোষণার পর ধর্মঘট স্থগিত করা হয়।

প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতনরা অনুমান করেছেন শ্রমিক ইউনিয়নের সঙ্গে নতুন চুক্তি বার্ষিক ২৫-৩০ কোটি ডলার ব্যয় বৃদ্ধি করবে। যদিও এটি সংস্থাটির মুনাফায় উল্লেখযোগ্য প্রভাব ফেলবে না।

নভেম্বর শেষ হওয়া পুরো অর্থবছরে সংস্থাটি ৫৯৬ কোটি ডলারের রেকর্ড মুনাফা করেছে। শেয়ারপ্রতি মুনাফার পরিমাণ ১৮ ডলার ৯৯ সেন্ট। সময়ে হাজার ৯৭৪ কোটি ডলার আয় করেছে সংস্থাটি। এর মাধ্যমে সংস্থাটির সবচেয়ে আশাবাদী পূর্বাভাসকেও ছাড়িয়ে গেছে। আগামী অর্থবছরে মুনাফার পরিমাণ বেড়ে ৬৫০ কোটি থেকে ৭০০ কোটি ডলারে পৌঁছবে বলে পূর্বাভাস দিয়েছে ডিয়ার।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫