একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১১৮ রোগী ভর্তি

প্রকাশ: নভেম্বর ২৫, ২০২১

নিজস্ব প্রতিবেদক

গত ২৪ ঘণ্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন করে ১১৮ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৮৬ জন। বাকি ৩২ জন ভর্তি হয়েছেন দেশের বিভিন্ন হাসপাতালে।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ডা. মুহাম্মদ জাহিদুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৪৮০ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এ বছর জানুয়ারির শুরু থেকে ২৫ নভেম্বর পর্যন্ত মোট ২৬ হাজার ৮৫৯ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৬ হাজার ২৮১ জন রোগী। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯৮ জন মারা গেছেন।

প্রতিবছর বর্ষামৌসুমে দেশের বড় বড় শহরগুলোতে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন রাজধানীর বাসিন্দারা। ২০১৯ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ প্রায় ৩০০ মানুষের মৃত্যু হয়েছিল। আক্রান্ত হয়েছিল এক লাখ এক হাজার ৩৫৪ জন। সম্প্রতিকালে এটিই সবচেয়ে বড় সংক্রমণের চিত্র। এর আগে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয় ২০০২ সালে। সে বছর ৫৮ জনের মৃত্যু হয় দেশে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫