চট্টগ্রাম টেস্টের একাদশ ঘোষণা করল পাকিস্তান

প্রকাশ: নভেম্বর ২৫, ২০২১

ক্রীড়া প্রতিবেদক

একদিন আগেই চট্টগ্রাম টেস্টের জন্য একাদশ ষোষণা করেছে পাকিস্তান। আগামীকাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে দুই ম্যাচের টেস্ট সিরিজ।

যা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সকাল ১০টায় সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি শুরু হবে। এজন্য আজ ১২ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

মূলত বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের সিরিজের জন্য ২০ সদস্যের দল নিয়ে এসেছে সফরকারীরা। প্রথম ম্যাচের জন্য সেখান থেকে ১২ জনকে বেছে নিয়েছেন নির্বাচকরা।

বাবর আজমের নেতৃত্বে অভিজ্ঞ ব্যাটিং লাইন-আপ। আজহার আলী, ফাওয়াদ আলম ও সহ-অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানরা আছেন ব্যাটিং অর্ডারে। পেস বিভাগে শাহীন শাহ আফ্রিদি, হাসান আলীদের সঙ্গে আছেন স্পিনার নোমান আলী। টেস্ট সিরিজের আগে টি-টোয়েন্টি সিরিজেও একাদশের বাইরে একজন বাড়তি খেলোয়াড় নিয়ে সংক্ষিপ্ত দল দিয়েছিল পাকিস্তান। 

পাকিস্তান স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, আব্দুল্লাহ শফিক, আবীদ আলী, আজহার আলী, ফাহিম আশরাফ, ফওয়াদ আলম, হাসান আলী, ইমাম-উল-হক, নোমান আলী, সাজিদ খান ও শাহীন শাহ আফ্রিদি।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫