চাঁদপুরে বাস-সিএনজি অটোরিকশার সংঘর্ষে ৩ কলেজ শিক্ষার্থী নিহত

প্রকাশ: নভেম্বর ২৫, ২০২১

বণিক বার্তা প্রতিনিধি, চাঁদপুর

চাঁদপুরের কচুয়ায় বিআরটিসির বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ কলেজ শিক্ষার্থী মারা গেছেন।

নিহতরা হলেন, উর্মি, রিফাত ও সাদ্দাম হোসেন। এ ঘটনায় সিএনজি অটোরিকশার চালক মনির হোসেন ও যাত্রী ইব্রাহিম আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে হাজীগঞ্জ-কচুয়া-গৌরিপুর সড়কের কচুয়া উপজেলার কড়ইয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, আজ বৃস্পতিবার সকালে ঢাকাগামী যাত্রীবাহী বিআরটিসি বাস ও হাজীগঞ্জগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সাদ্দাম ও রিফাত মারা যান। আহতদের উদ্ধার করে কচুয়া উপজেলা হাসপাতালে নেয়া হলেও বাঁচানো যায়নি উর্মিকে। এছাড়া সিএনজিচালক মনির হোসেনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। আহত যাত্রী ইব্রাহিম কচুয়া উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।  

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়েছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫