এমটিভি ইউরোপিয়ান মিউজিক অ্যাওয়ার্ড

বিটিএস ও এড শিরানের জয়

প্রকাশ: নভেম্বর ১৬, ২০২১

ফিচার ডেস্ক

এমটিভি ইউরোপিয়ান মিউজিক অ্যাওয়ার্ড-২০২১ জিতেছেন ব্রিটিশ সংগীতশিল্পী, লেখক এড শিরান কোরিয়ান পপ ব্যান্ড বিটিএস। অষ্টমবারের মতো মনোনয়ন পেলেও কোনো পুরস্কার পাননি জাস্টিন বিবার। রোববার আসর বসেছিল হাঙ্গেরির বুদাপেস্ট শহরে।

গ্রুপ, কে-পপ, সেরা পপ বিশাল ফ্যানবেজ থাকায় সেরার পুরস্কার জেতে বিটিএস। জনপ্রিয় ব্যান্ডের কোনো সদস্য অনুষ্ঠানে হাজির হয়ে পুরস্কার গ্রহণ করেননি। আসরে এড শিরান উপস্থিত ছিলেন। ব্যাড হ্যাবিটে সেরা আর্টিস্ট গায়কের জন্য তিনি পুরস্কার জেতেন।

এছাড়া চলতি বছর ইউরোভিশন সংগীত প্রতিযোগিতায় জয়ী ইতালীয় রক ব্যান্ড ম্যানেস্কিন জেতে সেরা রকের খেতাব। পুরস্কার গ্রহণ শেষে কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে রক ব্যান্ডের মুখ্য গায়ক ডামিয়ানো ডেভিড বলেন, যারা বলেন গান দিয়ে আমরা কিছুই করতে পারি না, পুরস্কার তাদের ভুল প্রমাণিত করেছে।   

অনুষ্ঠানের হোস্ট অ্যান্ড পারফরমার মার্কিন র‍্যাপার সাউইটি জেতেন সেরা নতুনের খেতাব। সেরা হিপ-হপের পুরস্কার পান আরেক মার্কিন র‍্যাপার নিকি মিনাজ। অলিভিয়া রদ্রিগো পেয়েছেন বেস্ট পুশ পুরস্কার। সেরা লাতিন পুরস্কার পেয়েছেন কলম্বিয়ান গায়ক মালুমা।

ব্রিটিশ গায়ক ইয়াংব্লুড নামে পরিচিত ডমিনিক রিচার্ড হ্যারিসন জেতেন সেরা অল্টারনেটিভ পুরস্কার। এবারের এমটিভি ইউরোপিয়ান মিউজিক অ্যাওয়ার্ডসে রিজিওনাল অ্যাক্ট ক্যাটাগরিতে যুক্তরাষ্ট্রের হয়ে পুরস্কার জিতেছেন ট্রেইলর সুইফট এবং যুক্তরাজ্য আয়ারল্যান্ডের হয়ে লিটল মিক্স।


সূত্রভ্যারাইটি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫