ডাটা বিক্রির জন্য এসসিএলের সঙ্গে ডিএসইর চুক্তি

প্রকাশ: নভেম্বর ০৯, ২০২১

নিজস্ব প্রতিবেদক

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে তালিকাভুক্ত সিকিউরিটিজের তথ্য লেনদেন-সংক্রান্ত তথ্য বিশ্বব্যাপী বিক্রির জন্য চুক্তি হয়েছে। কেমব্রিজ অ্যানালাইটিকার মূল প্রতিষ্ঠান স্ট্র্যাটেজিক কমিউনিকেশন ল্যাবরেটরিজের (এসসিএল) সঙ্গে গতকাল লন্ডনে চুক্তিটি করেছে দেশের প্রধান পুঁজিবাজার ডিএসই।

ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তারেক আমিন ভূঁইয়া এবং এসসিএলের ব্যবস্থাপনা পরিচালক সোলোয়া নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। চুক্তি অনুযায়ী, এসসিএল ডিএসই থেকে প্রকাশিত বিভিন্ন ডাটা বিশ্বব্যাপী বিক্রির দায়িত্ব পালন করবে।

চুক্তি সই অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধি দলে আরো উপস্থিত ছিলেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক শাকিল রিজভী, মহাব্যবস্থাপক আসাদুর রহমান, উপব্যবস্থাপক শফিকুল ইসলাম ভূঁইয়া, সহকারী মহাব্যবস্থাপক রুহুল আমিন ব্যবস্থাপক মো. শাহাদাত হোসেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫