দ্বিতীয় পর্যায়ে অ্যামচেমের কভিড সাপোর্ট উদ্বোধন

প্রকাশ: নভেম্বর ০৩, ২০২১

নিজস্ব প্রতিবেদক

করোনা মহামারীতে স্বাস্থ্য সুরক্ষায় দেশের প্রত্যন্ত অঞ্চলে কাজ করছে আমেরিকান চেম্বার অব কমার্স (অ্যামচেম) বাংলাদেশ। প্রতিষ্ঠানটির উদ্যোগে অ্যামচেম কভিড-১৯ সাপোর্ট ইনিশিয়েটিভ ফর হেল্থ কেয়ার দ্বিতীয় পর্ব উদ্বোধন করেন মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার।

গতকাল বিকালে অনলাইনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যামচেমের প্রেসিডেন্ট সৈয়দ এরশাদ আহমেদ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, অ্যামচেম সাজিদা ফাউন্ডেশনকে যশোর, চুয়াডাঙ্গা এবং পাবনায় তিনটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ), উচ্চ নির্ভরতা কেন্দ্র (এইচডিইউ), সাধারণ ওয়ার্ডসহ আক্রান্তদের চিকিৎসার পরিধি বাড়ানো, করোনা আক্রান্তদের জন্য ডায়াগনস্টিক সার্ভিস এবং মেডিসিন সরবরাহে অনুমতি দেয় স্বাস্থ্য অধিদপ্তর।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫