২০২২ সালে সরকারি ছুটি ২২ দিন

প্রকাশ: অক্টোবর ২৮, ২০২১

নিজস্ব প্রতিবেদক

আগামী ২০২২ সালে সরকারি ছুটি থাকবে ২২ দিন।  আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে আগামী বছরের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।  

ভার্চ্যুয়াল সভা শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে সভার সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

মন্ত্রিপরিষদ সচিব জানান, আগামী বছর সরকারি ছুটি থাকবে ২২ দিন।  এর মধ্যে সাপ্তাহিক ছুটি ছয় দিন।  মোট ছুটির মধ্যে জাতীয় দিবস ও ধর্মীয় দিবস উপলক্ষে ১৪ দিন সাধারণ ছুটি থাকবে। 

এই ছুটির মধ্যে আবার দুদিন শুক্রবার এবং একদিন শনিবার পড়েছে, যা সাপ্তাহিক ছুটির দিন। আর বাংলা নববর্ষসহ বিভিন্ন দিবস উপলক্ষে আট দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। এর মধ্যেও শুক্র ও শনিবার মিলিয়ে তিন দিন সাপ্তাহিক ছুটি রয়েছে।

এর বাইরে ধর্মীয় পর্ব উপলক্ষে অনধিক তিন দিন ছুটি নেওয়া যাবে। পার্বত্য চট্টগ্রাম এলাকা ও এর বাইরে কর্মরত বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর চাকুরেদের প্রধান সামাজিক উৎসব উদ্যাপন উপলক্ষে দুদিন ঐচ্ছিক ছুটি রাখা হয়েছে।



সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫