কভিড-১৯

একদিনে ৭ জনের মৃত্যু

প্রকাশ: অক্টোবর ২৭, ২০২১

বণিক বার্তা অনলাইন

গত ২৪ ঘণ্টায় দেশে কভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। এ হিসাব গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত। তবে স্বস্তির বিষয় হলো গতকালের মত আজও দেশের চারটি বিভাগে ২৪ ঘণ্টায় কেউ মারা যাননি।

আজ বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, একদিনে ঢাকা বিভাগে তিনজন করোনা রোগী মারা গেছেন। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ দু্ইজনের মৃত্যু হয়েছে খুলনায়। একজন করে মারা গেছেন রাজশাহী ও বন্দরনগরী চট্টগ্রামে। এদিকে রংপুর, বরিশাল, সিলেট, ময়মনসিংহে করোনায় কেউ মারা যাননি।

সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর আরো জানিয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় মোট ১৯ হাজার ৯৫১ জনের নমুনা পরীক্ষার বিপরীতে ৩০৬ জন শনাক্ত হন। যার আনুপাতিক হার ১.৫৩ শতাংশ। গতকাল এই হার ছিল ১.৪৪ শতাংশ। গতকাল দেয়া তথ্য অনুসারে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা ছিল ৬। এছাড়া শনাক্তকৃত রোগীর সংখ্যা ছিল ২৭৬জন।

 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫