পাকিস্তানের জয় উদযাপন করায় কাশ্মীরি শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা

প্রকাশ: অক্টোবর ২৬, ২০২১

বণিক বার্তা অনলাইন

টি টুয়েন্টি বিশ্বকাপে রোববার চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে প্রথমবারের মত হারায় পাকিস্তান। এতে জয় উদযাপন করেন ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের দুই মেডিকেল কলেজের বেশ কিছু শিক্ষার্থী। সামাজিক যোগাযোগ মাধ্যমে উল্লাসের ভিডিও ছড়ালে পুলিশ তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীতার অভিযোগ আনে।

আল জাজিরা জানিয়েছে, পাকিস্তানের জেতার পর শের এ কাশ্মীর ইন্সটিটিউট অব মেডিকেল সায়েন্সের কিছু শিক্ষার্থী পাকিস্তানের পক্ষে স্লোগানও দেন। শ্রীনগর পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১০৫ (এ) ও ৫০৫ ধারা এবং অবৈধ কর্মকাণ্ড নিরোধ আইন মোতাবেক অভিযোগ আনা হয়েছে।

কেন্দ্রশাসিত প্রদেশটির পুলিশ মহাপরিচালক দিলবাগ সিং জানিয়েছেন, মামলায় দুটি এফআইআর দাখিল করা হয়েছে। আবাসিক হলগুলোর পরিচালক, ব্যবস্থাপক ও শিক্ষার্থীদের মধ্যে যাদেরই ভিডিও দেখা গেলে তাদের বিরুদ্ধেই মামলা অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে শ্রীনগর মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বিরুদ্ধেও একই কারণে মামলা হয়েছে। কারানগ পুলিশ স্টেশনের মামলায় তাদের বিরুদ্ধে পাকিস্তানের জয়ে জাতীয় সঙ্গীত গাওয়ার অভিযোগ আনা হয়েছে।

তবে মামলায় এ পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়েছে, এমন খবর পাওয়া যায়নি। 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫