ডিএসইএক্সে অন্তর্ভুক্ত হলো বারাকা পতেঙ্গা ও এসবিএসি ব্যাংক

প্রকাশ: অক্টোবর ২৪, ২০২১

নিজস্ব প্রতিবেদক

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্সে অন্তর্ভুক্ত হলো বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেড। আজ থেকে এটি কার্যকর হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে তথ্য জানা গেছে।

চলতি বছরের ১১ আগস্ট থেকে এসবিএসি ব্যাংকের লেনদেন শুরু হয়। এর আগে আগস্ট ব্যাংকের আইপিওর শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়। গত ২৯ জুলাই ব্যাংকটির প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আবেদনকারীদের মধ্যে শেয়ার বরাদ্দ দেয়া হয়। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৭৩তম কমিশন সভায় ব্যাংকটির আইপিও অনুমোদন দেয়া হয়।

অন্যদিকে বছরের ১৫ জুলাই বারাকা পতেঙ্গা পাওয়ারের লেনদেন শুরু হয়। বুক বিল্ডিং পদ্ধতির আইপিও মাধ্যমে পুঁজিবাজারে আসার জন্য বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের আইপিও আবেদন ১৩ থেকে ১৭ জুন পর্যন্ত গ্রহণ করা হয়। বিএসইসির ৭৫৫তম কমিশন সভায় বারাকা পতেঙ্গা পাওয়ারকে বিডিংয়ের অনুমোদন দেয়া হয়।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫