চিপ ঘাটতিতে নভেম্বরে কারখানা বন্ধ করবে জিএম

প্রকাশ: অক্টোবর ২৪, ২০২১

বণিক বার্তা ডেস্ক

কভিডজনিত কারণে গত বছরের শেষ দিক থেকে বিশ্বজুড়ে দেখা দেয় চিপ ঘাটতি। এতে যুক্ত হয়েছে যন্ত্রাংশ ঘাটতি। ফলে বিপর্যস্ত অবস্থায় পড়ে বৈশ্বিক অটোমোবাইল শিল্প। বড়-ছোট প্রায় প্রতিটি গাড়ি নির্মাতাই তাদের কারখানা সাময়িকভাবে বন্ধ করতে বাধ্য হয়। তবে গত আট মাসে চিপ ঘাটতির বাইরে ছিল মার্কিন গাড়ি নির্মাতা জেনারেল মোটরস (জিএম) খবর এপি।

যুক্তরাষ্ট্রের বৃহত্তম গাড়ি নির্মাতা জানিয়েছে, নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিটি কারখানা বন্ধ চালু করে চিপ ঘাটতি সমন্বয় করা হবে। এর আগে চিপ ঘাটতির কারণে গত বছরের শেষ দিক থেকে জিএম অন্যান্য গাড়ি নির্মাতা উৎপাদন কার্যক্রম সংকুচিত করে। পরিস্থিতি গাড়ির সরবরাহ কমিয়ে দিয়েছে এবং নতুন গাড়ির দাম রেকর্ড উচ্চতায় নিয়ে গেছে।

বাজার গবেষণা প্রতিষ্ঠান আইএইচএস মার্কিটের সিনিয়র প্রিন্সিপাল অ্যানালিস্ট ফিল এমস্রুড বলেন, জিএমের পদক্ষেপ চিপ ঘাটতি দীর্ঘায়িত হওয়ার ইঙ্গিত দিচ্ছে।

তিনি বলেন, মালয়েশিয়া এশিয়ার অন্যান্য দেশে কভিডজনিত কারণে কারখানা বন্ধ করতে বাধ্য হওয়ায় চিপ ঘাটতি আরো জটিল হয়েছে। তবে বর্তমানে কিছু দেশে পরিস্থিতি উন্নত হচ্ছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫