ড্রোন হামলায় আল কায়েদার জ্যেষ্ঠ নেতাকে হত্যার দাবি যুক্তরাষ্ট্রের

প্রকাশ: অক্টোবর ২৩, ২০২১

বণিক বার্তা অনলাইন

সিরিয়ায় এক ড্রোন হামলায় আল কায়েদার জ্যেষ্ঠ নেতা আবদুল হামিদ আল-মাতারকে হত্যার দাবি করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন মার্কিন সেনাবাহিনীর কেন্দ্রীয় কমান্ডের মুখপাত্র জন রিগসবি।


কাতারের সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, এমকিউ-৯ ড্রোন হামলার মাধ্যমে আল-মাতারকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আর কেউ হতাহত হয়নি।


এক বিবৃতিতে জন রিগসবি বলেন, আল-কায়েদার জ্যেষ্ঠ এই নেতার মৃত্যুতে মার্কিন নাগরিক, যুক্তরাষ্ট্রের মিত্র ও নিরপরাধ সাধারণ মানুষের বিরুদ্ধে সন্ত্রাসী সংগঠনটির অন্যান্য ষড়যন্ত্র ব্যাহত হবে।


সিরিয়ার দক্ষিণাঞ্চলে একটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দুদিন পর এ পাল্টা আক্রমণের ঘটনা ঘটলো।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫