এক মাসে ব্রয়লার মুরগির দাম বেড়েছে ৬০ টাকা

প্রকাশ: অক্টোবর ২৩, ২০২১

নিজস্ব প্রতিবেদক

এক মাসের ব্যবধানে কেজিতে প্রায় ৬০ টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম। গতকাল রাজধানীর বিভিন্ন বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে ১৮৫-১৯০ টাকায়, যা গত মাসে বিক্রি হয়েছে ১৩০-১৪০ টাকায়। একই সময় সোনালি মুরগির দাম কেজিতে ৯০ টাকা বেড়েছে। গতকাল সোনালি মুরগিপ্রতি কেজি ৩৩০-৩৫০ টাকায় বিক্রি হয়, যা গত মাসে ছিল ২৪০-২৬০ টাকা। তবে লাল লেয়ার মুরগির দাম খুব বাড়েনি। গত মাসের চেয়ে ১০ টাকার মতো বেড়ে এখন বিক্রি হচ্ছে ২১০-২৩০ টাকায়।

রাজধানীর বাজারগুলোতে এখনো চড়া দামে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি। মানভেদে এক কেজি গাজর ১০০-১৬০ টাকায় বিক্রি হচ্ছে। টমেটোর কেজি বিক্রি হচ্ছে ১৪০-১৬০ টাকায়। সপ্তাহের ব্যবধানে সবজি দুটির দাম অপরিবর্তিত রয়েছে। শীতের আগাম সবজি শিম গত সপ্তাহের মতো কেজি বিক্রি হচ্ছে ৮০-১২০ টাকায়। ঝিঙের কেজি বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকায়। ছোট ফুলকপি বাঁধাকপির পিস বিক্রি হচ্ছে ৩০-৫০ টাকায়। মুলার কেজি বিক্রি হচ্ছে ৪০-৬০ টাকায়।

এছাড়া চিচিঙ্গা, বরবটি, ঢেঁড়শ, পটোল, করলার দাম সপ্তাহের ব্যবধানে অপরিবর্তিত রয়েছে। করলার কেজি ৬০-৮০, চিচিঙ্গা ৫০-৬০, পটোল ৫০-৬০, ঢেঁড়শ ৪০-৬০, বরবটি ৭০-৮০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া কাঁচকলার হালি ৩০-৩৫, লালশাকের আঁটি ১০-২০, মুলাশাকের আঁটি ১৫-২০, কলমিশাকের আঁটি -১০ টাকা বিক্রি হচ্ছে। এগুলোর দাম সপ্তাহের ব্যবধানে অপরিবর্তিত রয়েছে।

গত সপ্তাহে পেঁয়াজের কেজি ৭০-৬৫ টাকায় নেমে আসে। সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে আরো টাকা কমে এখন ৬০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি সয়াবিন খোলা তেল ১৩৫-১৪০ বোতলজাত তেল ১৫৫-১৬০ টাকায় বিক্রি হয়েছে। নতুন করে কেজিপ্রতি টাকা বাড়িয়েও নাগাল টেনে ধরা যাচ্ছে না ভোজ্যতেলের।

মাছের বাজার ঘুরে দেখা যায়, রুই মাছের কেজি ২৮০ থেকে ৩৮০, মৃগেল ২৫০-৩৫০, তেলাপিয়া ১৬০-১৮০, পাবদা ৪৫০-৬০০ আর পাঙ্গাশ ১২০-১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫