নভেম্বরে আসছে অপোর ফোল্ডেবল ফোন

প্রকাশ: অক্টোবর ২৩, ২০২১

বণিক বার্তা ডেস্ক

দীর্ঘদিন ধরেই গুঞ্জন চলছিল প্রথম ফোল্ডেবল ফোন নিয়ে আসছে চীনা স্মার্টফোন কোম্পানি অপো। এবার বিশ্বস্ত একটি সূত্রে জানা গেছে, আগামী নভেম্বরেই তা বাজারে আনবে তারা। ফোনটিতে কী কী ফিচার থাকছে নিয়ে তথ্য বের হলেও ফোনটির নাম অপো ফোল্ড থাকবে নাকি অন্য কোনো নাম দেয়া হবে তা এখনো স্পষ্ট হয়নি। খবর গিজমোচায়না।

অপোর ফোল্ডেবল ফোনটি অনেকটা স্যামসাংয়ের গ্যালাক্সি জি ফোল্ড৩ এবং হুয়াওয়ে ম্যাট এক্স২ এর মতো। বলা হচ্ছে এতে ইঞ্চির এলটিপিও ওএলইডি প্যানেল দেয়া হয়েছে, যার রিফ্রেশ রেট ১২০ ওয়াট। স্ন্যাপড্রাগন ৮৮৮ মোবাইল চিপসেটের মাধ্যমে ডিভাইসটি পরিচালিত হবে। চলতি মাসের শুরুতে অপর এক প্রতিবেদনে বলা হয়, হাজার ৫০০ এমএএইচের ব্যাটারি চার্জের জন্য এতে থাকবে ৬৫ ওয়াটের চার্জার। এতে অ্যান্ড্রয়েড ১২ থাকবে নাকি গত বছরের পুরনো অ্যান্ড্রয়েড ১১ যুক্ত থাকবে তা স্পষ্ট জানা যায়নি।

অপোর প্রথম ফোল্ডেবল ফোনটির পেছনের ক্যামেরায় থাকছে ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৭৬৬। পেছনে আর কয়টি ক্যামেরা থাকবে তা স্পষ্ট হয়নি। তবে সামনে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকতে পারে। নিরাপত্তার স্বার্থে সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যুক্ত থাকতে পারে।

ফোল্ডেবল ফোনের পাশাপাশি আগামী মাসে রেনো৭ সিরিজের স্মার্টফোনও আনতে পারে অপো। এর মধ্যে থাকতে পারে রেনো৭, রেনো৭ প্রো, রেনো৭ প্রো প্লাস। এগুলোতে যথাক্রমে যে চিপসেটগুলো থাকবে সেগুলো হচ্ছে ডাইমেনসিটি ৯২০, ডাইমেনসিটি ১২০০ এবং স্ন্যাপড্রাগন ৮৮৮ চিপসেট।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫