গ্রেহাউন্ড বাস সার্ভিস কিনছে ফ্লিক্সমোবিলিটি

প্রকাশ: অক্টোবর ২৩, ২০২১

বণিক বার্তা ডেস্ক

যুক্তরাষ্ট্রে সেবার পরিধি বাড়াতে শক্ত অবস্থান তৈরিতে গ্রেহাউন্ড বাস সার্ভিস কিনতে যাচ্ছে জার্মান পরিবহন সংস্থা ফ্লিক্সমোবিলিটি। ক্রয়মূল্য হিসেবে প্রতিষ্ঠানটি নগদ ১৪ কোটি ডলার প্রদান করবে। সেই সঙ্গে ১৮ মাসের কিস্তিতে আরো ৩২ লাখ ডলার দেয়া হবে।

যুক্তরাষ্ট্রের বাইরে ফ্লিক্সবাস ৩৬টি দেশের হাজার ৫০০টি স্থানে পরিবহন সেবা প্রদান করে থাকে। প্রতিদিন চার লাখের বেশি ট্রিপ পরিচালনা করে প্রতিষ্ঠানটি। ২০১৮ সালে প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে লস অ্যাঞ্জেলেস, লাস ভেগাস ফিনিক্সে তাদের কার্যক্রম শুরু করে। সে সময় থেকে জার্মান পরিবহন সংস্থাটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যান্য অঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল উত্তর-পশ্চিমে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তাদের সেবার পরিধি বিস্তৃত করছে।

১৯১৪ সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা করে গ্রেহাউন্ড। বর্তমানে প্রতিষ্ঠানটি বার্ষিক কোটি ৬০ লাখ যাত্রীসহ উত্তর আমেরিকার হাজার ৪০০টি স্থানে পরিবহন সেবা দেয়।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫