যুক্তরাষ্ট্রে সিনেমার শুটিংয়ে গুলি, প্রধান চিত্রগ্রাহকের মৃত্যু

প্রকাশ: অক্টোবর ২২, ২০২১

বণিক বার্তা অনলাইন

যুক্তরাষ্ট্রে শুটিং চলাকালে অভিনেতার গুলিতে সিনেমার প্রধান চিত্রগ্রাহক হ্যালেনা হাটচিনসের মৃত্যু হয়েছে। দেশটির নিউ মেক্সিকোতে হলিউডি ছবি রাস্টে শুটিং চলাকালে অভিনেতা অ্যালেক বল্ডউইনের হাতে থাকা প্রপসের বন্দুক থেকে গুলি বেরিয়ে আসে। এতে গুলিবিদ্ধ হন হ্যালেনা হাটচিনস। হেলিকপ্টারে দ্রুত হাসপাতালে নেয়া হলেও বাঁচানো যায়নি তাকে। এসময় ছবির পরিচালক জোল সুজা গুরুতর আহত হন। 

বার্তা সংস্থা এপি জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার নিউ মেক্সিকোর সান্তা ফে এলাকার মরুভূমিতে শুটিংয়ের সময় এ ঘটনা ঘটে। মিশন ইমপসিবল তারকা অ্যালেক বল্ডউইনের মুখপাত্র বলেন, এটি একটি দুর্ঘটনা যা প্রপ বন্দুকের গুলি বেরিয়ে ঘটেছে। সান্তা ফে কাউন্টির শেরিফের মুখপাত্র অবশ্য বলছেন, ঘটনার তদন্তে কাজ চলচে। কেন, কীভাবে ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো অভিযোগ দায়ের হয়নি। 

দ্যা সান্তা ফে নিউ মেক্সিকানের বরাত দিয়ে এপির খবরে বলা হয়, বৃহস্পতিবার কাউন্টি শেরিফের অফিসের বাইরে তাকে কাঁদতে দেখা গেছে। তবে তার মন্তব্য জানতে চাইলে তা পাওয়া যায়নি।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫