নারায়ণগঞ্জে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

প্রকাশ: অক্টোবর ২২, ২০২১

বণিক বার্তা প্রতিনিধি, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে বেতন পরিশোধ না করে কারখানা বন্ধ করে দেয়ার প্রতিবাদে ওপেক্স গ্রুপ অ্যান্ড সিনহা গার্মেন্টসের শ্রমিকরা বিক্ষোভ সমাবেশ করেছেন। বকেয়া দুই মাসের বেতন শ্রম আইন অনুযায়ী প্রাপ্য পাওনা বুঝে না পেলে আমরণ অনশন কর্মসূচি ঘোষণারও হুঁশিয়ারি দেন শ্রমিক নেতারা। গতকাল বেলা ৩টায় শুরু হওয়া সমাবেশ ঘণ্টাব্যাপী চলে। শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশে শ্রমিকদের নেতৃত্ব দেন বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি মাহবুবুর রহমান ইসমাইল।

ওপেক্স গ্রুপ অ্যান্ড সিনহা গার্মেন্টস শ্রমিক কর্মচারী অধিকার আদায় কমিটির ব্যানারে সমাবেশে বক্তব্য রাখেন জেলা গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি এমএ শাহীন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, শ্রমিক জাগরণ মঞ্চের সংগঠক জাহাঙ্গীর আলম গোলক, সিনহা গার্মেন্টসের শ্রমিক মোহাম্মদ আলী, স্বপ্না, হালিমা, শহীদুল, মাঈদুল প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, শ্রমিকের সস্তা শ্রমের বিনিময়ে মালিক লক্ষ-কোটি টাকা কামিয়েছেন। শ্রমিকদের আর ঠকানো চলবে না। বকেয়া বেতন শ্রম আইন অনুযায়ী প্রাপ্য পাওনা বুঝে না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। প্রয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আমরণ অনশনের হুঁশিয়ারি দেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫