মঞ্চে আসছে ‘আনা ফ্রাঙ্ক’

প্রকাশ: অক্টোবর ২২, ২০২১

ফিচার প্রতিবেদক

দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন আত্মরক্ষার জন্য আনা ফ্রাঙ্ক তার পরিবারের সদস্যরা আশ্রয় নেন একটি গোপন কুঠুরিতে। সেখানে তারা ৭৬১ দিন অতিবাহিত করার পর ধরা পড়েন হিটলারের গেস্টাপো বাহিনীর হাতে। তারপর নেমে আসে করুণ জীবনের হাহাকার। বন্দিজীবনের রুদ্ধশ্বাস দিনগুলোতে আনা ফ্রাঙ্ক তার ডায়েরিতে ফুটিয়ে তোলেন মানসিক বেদনার রঙ, ব্যক্তিগত স্বপ্ন, যুদ্ধের বারুদমাখা ধূসরতা সম্ভাবনার রংধনু। আনা ফ্রাঙ্কের সেই ডায়েরি অবলম্বনে লেখা ম্যাড থেটারের তৃতীয় প্রযোজনা আনা ফ্রাঙ্ক নাটকটির উদ্বোধনী আয়োজন হতে যাচ্ছে আজ আগামীকাল। 

বাংলাদেশ মহিলা সমিতির . নীলিমা ইব্রাহিম মিলনায়তনে সন্ধ্যা ৭টায় ওই দুদিন নাটকটি মঞ্চস্থ হবে। দুদিনব্যাপী আয়োজনে অতিথি হিসেবে থাকবেন নাট্যজন নাসির উদ্দীন ইউসুফ, সারা যাকের, মঞ্চসারথী আতাউর রহমান, আবৃত্তিকার হাসান আরিফ, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি গবেষক মফিদুল হক প্রমুখ। নাটকটির চিত্রনাট্য লিখেছেন আসাদুল ইসলাম নির্দেশনায় আছেন কাজী আনিসুল হক বরুণ।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫