আলজেরিয়ার সঙ্গে গম বাণিজ্য জোরদার করছে রাশিয়া

প্রকাশ: অক্টোবর ২২, ২০২১

বণিক বার্তা ডেস্ক

রাশিয়া আলজেরিয়ার মধ্যে গম বাণিজ্য জোরদার হচ্ছে। রাশিয়ার খাদ্যশস্য বাণিজ্য প্রতিষ্ঠান ডিমেট্রা জানিয়েছে, সম্প্রতি তারা আলজেরিয়ায় ৬০ হাজার টন গম রফতানি করে। পাঁচ বছরের মধ্যে এটিই আলজেরিয়ায় পাঠানো সবচেয়ে বড় গমের চালান। খবর ওয়ার্ল্ডগ্রেইনডটকম।

রয়টার্সের প্রতিবেদন বলছে, ৬০ হাজার টন গমের চালান দুটি কার্গোযোগে সেপ্টেম্বরে আলজেরিয়া পৌঁছেছে। ২০২০-২১ বিপণন মৌসুমে আলজেরিয়া বিশ্বের পঞ্চম শীর্ষ গম আমদানিকারক হিসেবে আবির্ভূত হয়। প্রতি বছর দেশটি ৭০ লাখ টন গম আমদানি করে। বছর অপর্যাপ্ত বৃষ্টিপাতের কারণে দেশটির খাদ্যশস্য উৎপাদন বিপর্যয়ের মুখে পড়েছে। ফলে স্থানীয় চাহিদা মেটাতে রফতানিকারক দেশগুলোর দিকে তাকিয়ে আছে দেশটি।

আলজেরিয়া সাধারণত ফ্রান্স, জার্মানি, লাটভিয়া, লিথুয়ানিয়া আর্জেন্টিনা থেকে গম কেনে। সম্প্রতি গম আমদানিতে গুণগত মানসংক্রান্ত বিধিনিষেধ শিথিল করায় দেশটির বাজারে প্রবেশ করতে সক্ষম হয়েছে রাশিয়া। দেশটির বাজারে নিজেদের অবস্থান পোক্ত করার লক্ষ্য নিয়েই এগোচ্ছে রুশ রফতানিকারকরা।

২০২১-২২ বিপণন মৌসুমে ইউরোপীয় ইউনিয়নকে টেক্কা দিয়ে গম রফতানিতে শীর্ষস্থান ধরে রাখতে চায় রাশিয়া। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিস বলছে, চলতি বছর উভয় অঞ্চলের কোটি ৫০ লাখ টন গম রফতানির লক্ষ্যমাত্রা রয়েছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫