নিম্নমুখিতায় যুক্তরাষ্ট্রের জ্বালানি পণ্যের মজুদ

প্রকাশ: অক্টোবর ২২, ২০২১

বণিক বার্তা ডেস্ক

যুক্তরাষ্ট্রে অপরিশোধিত জ্বালানি তেল অন্যান্য জ্বালানি পণ্যের মজুদ কমেছে। ফলে গ্যাসোলিন সরবরাহ দুই বছরের সর্বনিম্নে নেমেছে। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বাণিজ্যিক মজুদকেন্দ্রে মজুদ তিন বছরের সর্বনিম্নে নেমেছে। দেশটির এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন (ইআইএ) তথ্য জানিয়েছে।

ইআইএর দেয়া তথ্য বলছে, ১৫ অক্টোবর শেষ হওয়া সপ্তাহে অপরিশোধিত জ্বালানি তেলের মজুদ কমেছে লাখ ৩১ হাজার ব্যারেল। মোট মজুদের পরিমাণ দাঁড়িয়েছে ৪২ লাখ ৬৫ হাজার ব্যারেলে। অন্যদিকে গ্যাসোলিনের মজুদ ৫৪ লাখ ব্যারেল কমেছে। ওই সপ্তাহে মোট মজুদ ২১ লাখ ৭৭ হাজার ব্যারেলে ঠেকেছে। এটি গত বছরের নভেম্বরের পর সর্বনিম্ন মজুদ।

ইআইএ জানায়, যুক্তরাষ্ট্রে জ্বালানি পণ্যের ভোক্তাচাহিদা দৈনিক কোটি লাখ ব্যারেল ছাড়িয়েছে, যা মহামারীপূর্ব চাহিদার চেয়ে মাত্র শতাংশ কম। কিন্তু মজুদ কমতে থাকায় সংকুচিত হচ্ছে সরবরাহ।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫