মানব পাচার প্রতিরোধ আইন

অপপ্রয়োগ থেকে মুক্তি চান রিক্রুটিং এজেন্সির মালিকরা

প্রকাশ: অক্টোবর ২০, ২০২১

নিজস্ব প্রতিবেদক

মানব পাচার আইনের অপপ্রয়োগ থেকে রিক্রুটিং এজেন্সির মালিকরা মুক্তি চায়। অভিবাসন আইন ২০১৩ থাকার পরেও মানব পাচার আইনের অপব্যবহার করে রিক্রুটিং এজেন্সির মালিকদের নানাভাবে হয়রানি, মামলা গ্রেফতার করা হচ্ছে। ফলে জনশক্তি রফতানিকারকরা পারিবারিক সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হন। রিক্রুটিং এজেন্সির মালিকরা সরকারের সব ধরনের নিয়ম মেনে বৈধভাবে বিদেশে কর্মী পাঠানোর পরে কোনো সমস্যা হলেই মানব পাচার আইন ২০১২ অনুযায়ী মামলা দেয়া হয়। মানব পাচার আইনের কালো ধারাগুলো অবিলম্বে সংশোধন করতে হবে।

গতকাল বনানীতে হোটেল শেরাটনে রিক্রুটিং এজেন্সি ওয়েলফেয়ার অর্গানাইজেশন অব বাংলাদেশের (রোওয়াব) উদ্যোগে আয়োজিত মানব পাচার আইনের অপপ্রয়োগ, বৈধ অভিবাসনের অন্তরায় শীর্ষক গোলটেবিল বৈঠকে নেতারা এসব কথা বলেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন রোওয়াবের সভাপতি বায়রার সাবেক অর্থ সচিব মো. ফখরুল ইসলাম।

বায়রার সাবেক সভাপতি বেনজির আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি এমপি, বিএমইটির অতিরিক্ত মহাপরিচালক নাফরিজা শ্যামা, বায়রার সাবেক সভাপতি আবুল বাসার, রামরুর চেয়ারপারসন . তাসনিম সিদ্দিকী, বায়রার সাবেক মহাসচিব আলী হায়দার চৌধুরী প্রমুখ।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫