এক বছরে ৬ লাখ স্মার্ট মনিটর বিক্রি স্যামসাংয়ের

প্রকাশ: অক্টোবর ২০, ২০২১

বণিক বার্তা ডেস্ক

গত বছরের ডিসেম্বরে বাজারে প্রথমবারের মতো স্মার্ট মনিটর এনেছিল স্যামসাং। কভিড-১৯ মহামারীর কারণে ঘরে অবস্থানের সময় বৃদ্ধিতে স্মার্ট ডিসপ্লের চাহিদা বৃদ্ধির সুযোগ নিতে চেয়েছিল দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রযুক্তি জায়ান্টটি। বাজারে আসার এক বছরের মধ্যে বিশ্বব্যাপী প্রায় ছয় লাখ ইউনিট স্মার্ট মনিটর বিক্রি করেছে স্যামসাং। খবর গিজমোচায়না।

টাইজেন অপারেটিং সিস্টেম (ওএস) দ্বারা পরিচালিত স্মার্ট মনিটরটি নতুন কনসেপ্টের মনিটর। বিভিন্ন ওটিটি সেবা যেমন নেটফ্লিক্স, স্যামসাং টিভি প্লাস ইউটিউবের পাশাপাশি এতে পিসি কানেকশন ছাড়াই পড়াশোনা অন্যান্য কাজ সারা যাবে। বৈশ্বিক লকডাউনে ঘরে থেকে ক্লাস কাজ বৃদ্ধিতে স্মার্ট মনিটরটি বেশ সাড়া ফেলেছে। উন্মোচিত হওয়ার পর প্রতি মিনিটে অন্তত একটি স্মার্ট মনিটর বিক্রি হয়েছে।

দুটো ভিন্ন মডেলে পাওয়া যাচ্ছে মনিটরগুলো। সেগুলো হচ্ছে স্মার্ট মনিটর এম৭ এম৫। ৪৩ ইঞ্চি ৩২ ইঞ্চি মনিটর দুটিতে থাকছে ইউএইচডি রেজল্যুশন। মনিটর দুটো সাদা কালো রঙের।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫