মুনাফার পূর্বাভাস বাড়িয়েছে জনসন অ্যান্ড জনসন

প্রকাশ: অক্টোবর ২০, ২০২১

বণিক বার্তা ডেস্ক

চলতি বছরের জন্য বার্ষিক সমন্বিত মুনাফার পূর্বাভাস বাড়িয়েছে জনসন অ্যান্ড জনসন (জেঅ্যান্ডজে) যদিও কভিড-১৯ প্রতিরোধী টিকা বিক্রির লক্ষ্যমাত্রা ২৫০ কোটি ডলার অপরিবর্তিত রেখেছে মার্কিন ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠানটি। খবর রয়টার্স।

বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ওয়াল স্ট্রিটের প্রত্যাশার চেয়েও বেশি মুনাফার দেখা পেয়েছে ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি। কারণে চলতি বছর শেয়ারপ্রতি আয় ডলার ৭৭ সেন্ট থেকে ডলার ৮২ সেন্টের মধ্যে হবে বলে মনে করছে সংস্থাটি। এর আগে শেয়ারপ্রতি আয় ডলার ৬০ সেন্ট থেকে ডলার ৭০ সেন্টের মধ্যে থাকবে বলে পূর্বাভাস দেয়া হয়েছিল।

বছরের শুরুতে বাল্টিমোর উৎপাদন কেন্দ্রে কভিড-১৯ টিকা উৎপাদনে বড় ধরনের বাধার মুখে পড়েছিল জেঅ্যান্ডজে। টিকার মানজনিত সমস্যার কারণে টিকা সরবরাহে বিলম্বের পাশাপাশি লাখ লাখ ডোজ নষ্ট হয়েছিল। এরপর সংস্থাটি টিকার বার্ষিক উৎপাদন লক্ষ্যমাত্রা ১০০ কোটি ডোজের পরিবর্তে ৫০-৬০ কোটি ডোজে নামিয়ে আনে। এদিকে জেঅ্যান্ডজের কভিড-১৯ প্রতিরোধী টিকার বুস্টার ডোজ নিয়েও এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি মার্কিন খাদ্য ওষুধ প্রশাসন (এফডিএ) তবে জেঅ্যান্ডজের প্রতিযোগী কভিডের টিকা উৎপাদনকারী অন্য দুই মার্কিন প্রতিষ্ঠান মডার্না ফাইজার ২০২২ সাল তার পরও বুস্টার ডোজ সরবরাহের চুক্তি করেছে।

ক্যান্সার ইমিউন ডিজিজের ওষুধ সংস্থাটির ফার্মাসিউটিক্যাল ইউনিটের বিক্রি লক্ষ্যমাত্রা ১৩ দশমিক শতাংশ বাড়িয়ে প্রায় হাজার ৩০০ কোটি ডলারে উন্নীত করতে সহায়তা করেছে। এর মধ্যে কভিডের টিকা বিক্রির আয়ও অন্তর্ভুক্ত রয়েছে। তবে তৃতীয় প্রান্তিকে আয়ের ক্ষেত্রে ওয়াল স্ট্রিটের পূর্বাভাস থেকে পিছিয়ে থাকায় সংস্থাটির শেয়ারদরে সামান্য পতন দেখা দেয়। দুর্বল বিক্রি পাশাপাশি উজ্জ্বল মুনাফার পূর্বাভাসের দিকে ইঙ্গিত করে সিটি বিশ্লেষক জোয়ান উয়েন্স বলেন, জেঅ্যান্ডজের ক্ষেত্রে ভালো খারাপ দুই ধরনের খবরই রয়েছে।

সেপ্টেম্বরে শেষ হওয়া প্রান্তিকে সংস্থাটির মেডিকেল ডিভাইস ইউনিটের বিক্রি শতাংশ বেড়ে ৬৬৪ কোটি ডলারে পৌঁছেছে। কভিডের সংক্রমণ কমে যাওয়ায় হাঁটুর অস্ত্রোপচার পুনরায় শুরু হওয়ায় এবং খেলাধুলা সম্পর্কিত মেরুদণ্ডের চিকিৎসায় ব্যবহূত মেডিকেল ডিভাইসের চাহিদা বাড়ায় সংস্থাটির আয় বেড়েছে। যদিও বিশ্লেষকরা ইউনিট থেকে ৬৮৭ কোটি ডলার আয়ের পূর্বাভাস দিয়েছিলেন। রিফিনিটিভির তথ্য অনুসারে, মেডিকেল ইউনিট বাদে জেঅ্যান্ডজের শেয়ারপ্রতি ডলার ৬০ সেন্ট আয় হয়েছে। যেখানে শেয়ারপ্রতি ডলার ৩৫ সেন্ট আয়ের পূর্বাভাস দেয়া হয়েছিল।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫