প্রতি লিটার সয়াবিন তেলের দাম এখন ১৬০ টাকা

প্রকাশ: অক্টোবর ১৯, ২০২১

নিজস্ব প্রতিবেদক

প্রতি লিটার সয়াবিন তেলের দাম বেড়েছে ৭ টাকা।  আজ মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়কে এ কথা জানিয়েছে বাংলাদেশ ভোজ্যতেল পরিশোধনকারী ও বনস্পতি উৎপাদক সমিতি।  এখন থেকে ১৬০ টাকা দরে বিক্রি হবে।  বর্তমানে রয়েছে ১৫৩ টাকা। 

নতুন মূল্য অবিলম্বে কার্যকর হবে জানিয়ে বাংলাদেশ ভোজ্যতেল পরিশোধনকারী ও বনস্পতি উৎপাদক সমিতির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিবেশক ও খুচরা পর্যায়ে পুরোনো মজুতের ক্ষেত্রে তা প্রযোজ্য হবে না। 

গত ১৭ অক্টোবর আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণ দেখিয়ে নতুন করে ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাবে প্রাথমিক সম্মতি দেয় বাণিজ্য মন্ত্রণালয়।  এর বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে তেলের এই দাম নির্ধারণ করেছে সংগঠনটি।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫