ফাঁকা মাঠে অস্কারের পথে ‘রেহানা মরিয়ম নূর’

প্রকাশ: অক্টোবর ১৯, ২০২১

ফিচার প্রতিবেদক

বিশ্বের মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব অস্কারে বিদেশী ভাষার চলচ্চিত্র বিভাগে অংশ নেয়ার জন্য প্রতি বছর চলচ্চিত্র আহ্বান করে বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটি। এবারের ৯৪তম আসরের জন্যও চলচ্চিত্র আহ্বান করা হয়েছিল। ১৫ অক্টোবর পর্যন্ত চলচ্চিত্র জমা নেয়ার তারিখ নির্ধারিত ছিল। কিন্তু অবাক করা বিষয় হলো, বাংলাদেশ অস্কার কমিটির কাছে মাত্র একটি সিনেমা জমা পড়েছে। আর সেই সিনেমাটি হলো রেহানা মরিয়ম নূর। সুতরাং কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় ছবিটি অস্কার প্রতিযোগিতায় অংশ নেবে। অস্কার বাংলাদেশ সাবমিশন কমিটির সমন্বয়ক আবদুল্লাহ আল মারুফ বলেন, ঘোষণার প্রথম দিন থেকেই আমরা অপেক্ষায় ছিলাম। কিন্তু কোনো সিনেমাই জমা পড়ছিল না। ১৪ অক্টোবর একমাত্র সিনেমা হিসেবে রেহানা মরিয়ম নূর অস্কারের জন্য জমা পড়েছে। নোনা জলের কাব্য নামে আরেকটি সিনেমা জমা দিতে চেয়েছিল কর্তৃপক্ষ। পরে আর তারা দেয়নি। জানিয়েছে, তাদের কাগজপত্র প্রস্তুত নেই। আপাতত রেহানার কোনো প্রতিদ্বন্দ্বী নেই।

গতকাল অস্কার সাবমিশন কমিটি সিনেমাটি দেখেছেন। ব্যতিক্রমী কিছু না ঘটলে এক সপ্তাহের মধ্যেই এটি অনলাইনে অস্কার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। আগামী বছরের ২৭ মার্চ অনুষ্ঠিত হবে একাডেমি অ্যাওয়ার্ডের ৯৪তম আসর। ২১ ডিসেম্বর আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগের একটি খসড়া তালিকা প্রকাশ করবে একাডেমি কর্তৃপক্ষ। পরে পাঁচটি সিনেমার চূড়ান্ত মনোনয়নের খবর জানা যাবে ফেব্রুয়ারি। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত কোনো সিনেমা অস্কারে মনোনয়ন পায়নি।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫