ইরাক যুদ্ধে বুশের সহযোগী কলিন পাওয়েল মারা গেছেন

প্রকাশ: অক্টোবর ১৮, ২০২১

বণিক বার্তা অনলাইন

সাবেক মার্কিন কূটনীতিক, চার তারকা জেনারেল, ইরাক যুদ্ধে বুশের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী ও পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েল মারা গেছেন। করোনা জটিলতায় ৮৪ বছর বয়সে তার মৃত্যু হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কলিন পাওয়েলের পরিবারের দেয়া পোস্টের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম সিএনবিসি এ খবর জানায়।

পরিবারের পক্ষ থেকে দেয়া ঘোষণায় বলা হয়, আজ সকালে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এবং জয়েন্ট চিফ অব স্টাফ চেয়ারম্যান জেনারেল কলিন পাওয়েল কভিড-১৯ সংক্রান্ত জটিলতায় মারা গেছেন। আমরা গুরুত্বপূর্ণ ও প্রিয় একজন স্বামী, বাবা, দাদা এবং যুক্তরাষ্ট্রের একজন মহান ব্যক্তিকে হারিয়েছি।

পরিবার জানায়, তিনি কভিড-১৯ ভ্যাক্সিনের ডোজও কমপ্লিট করেছিলেন। ১৯৩৭ সালে নিউইয়র্ক সিটিতে জন্ম নেয়া কলিন পাওয়েল জর্জ ডব্লিউ বুশের সময়ে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বপালন করেন। এসময় নাইন ইলেভেনের ঘটনার পর আফগানিস্তানে মার্কিন আগ্রাসনের ঘটনা ঘটে। এছাড়া গণবিধ্বংসী অস্ত্রের অজুহাতে ইরাকেও মার্কিন অভিযান পরিচালিত হয়। দুই ক্ষেত্রেই সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী হিসাবে ভূমিকা পালন করেন কলিন পাওয়েল।

 

 

 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫