হাইতিতে সপরিবারে অপহরণের শিকার মার্কিন ধর্মপ্রচারকরা

প্রকাশ: অক্টোবর ১৭, ২০২১

বণিক বার্তা অনলাইন

ক্যারিবীয় দেশ হাইতিতে যুক্তরাষ্ট্রের খ্রিস্টান ধর্মপ্রচারক ও তাদের পরিবারের সদস্যসহ ১৭ জনকে অপহরণ করা হয়েছে। সন্ত্রাসীরা গতকাল শনিবার দেশটির রাজধানী পোর্ট অব প্রিন্স থেকে তাদের অপহরণ করে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ক্যারিবীয় অঞ্চলের একটি এতিমখানা ছেড়ে যাওয়ার সময় খ্রিস্টান ধর্মপ্রচারক ও তাদের পরিবারের সদস্যসহ ১৭ জনকে অপহরণ করে সন্ত্রাসীরা। তারা বাসে চড়ে বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন।

হাইতির নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য দিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসও। প্রতিবেদনে আরো বলা হয়েছে, ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জেনিফার ভিয়াও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র অপহরণের ঘটনা পর্যবেক্ষণ ও খতিয়ে দেখছে।

এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়টি হাইতিতে অবস্থিত মার্কিন দূতাবাস। তবে, অপহরণের বিষয়ে তারা খোঁজ নিচ্ছেন বলে জানিয়েছেন হাইতির পুলিশের এক মুখপাত্র।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫