বাজার মূলধন কমেছে শীর্ষ সাত কোম্পানির

প্রকাশ: অক্টোবর ১৭, ২০২১

নিজস্ব প্রতিবেদক

গত সপ্তাহে নিম্নমুখিতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে দেশের পুঁজিবাজারে। সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার সূচকে কিছু পয়েন্ট যোগ হয়েছিল। এর পরের চার কার্যদিবসে টানা পয়েন্ট হারিয়েছে সূচক। সূচকের পতনের কারণে দর কমেছে অধিকাংশ কোম্পানির। বাজার মূলধনের দিক দিয়ে পুঁজিবাজারের শীর্ষ কোম্পানিগুলোর শেয়ারও দর হারিয়েছে সময়। এর মধ্যে গত সপ্তাহে শীর্ষ সাত কোম্পানির বাজার মূলধন কমেছে হাজার ৩০০ কোটি টাকা।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, গত সপ্তাহে সবচেয়ে বেশি হাজার ৩৬১ কোটি টাকা বাজার মূলধন কমেছে টেলিযোগাযোগ খাতের বহুজাতিক কোম্পানি রবি আজিয়াটা লিমিটেডের। গত সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার কোম্পানিটির বাজার মূলধন দাঁড়িয়েছে ২১ হাজার ২১৩ কোটি টাকায়। এর আগের সপ্তাহ শেষে কোম্পানিটির বাজার মূলধন ছিল ২২ হাজার ৫৭৫ কোটি টাকা।

দ্বিতীয় সর্বোচ্চ ৯৮৩ কোটি টাকা বাজার মূলধন কমেছে রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ লিমিটেডের (আইসিবি) গত সপ্তাহ শেষে প্রতিষ্ঠানটির বাজার মূলধন দাঁড়িয়েছে ১১ হাজার ৬৭৬ কোটি টাকা। যেখানে আগের সপ্তাহে এর বাজার মূলধন ছিল ১২ হাজার ৬৫৯ কোটি টাকা।

টেলিযোগাযোগ খাতের শীর্ষ কোম্পানি গ্রামীণফোন লিমিটেড বাজার মূলধনের দিক দিয়েও পুঁজিবাজারের শীর্ষ কোম্পানি। গত সপ্তাহে কোম্পানিটির বাজার মূলধন কমেছে ৮৯১ কোটি টাকা। গত বৃহস্পতিবার লেনদেন শেষে কোম্পানিটির বাজার মূলধন দাঁড়িয়েছে ৪৯ হাজার ৫৪২ কোটি টাকা। যেখানে আগের সপ্তাহ শেষে কোম্পানিটির বাজার মূলধন ছিল ৫০ হাজার ৪৩৩ কোটি টাকা। দেশের ওষুধ খাতের শীর্ষ কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালসের বাজার মূলধন কমেছে ৩৯০ কোটি টাকা। গত সপ্তাহ শেষে কোম্পানিটির বাজার মূলধন দাঁড়িয়েছে ২০ হাজার ৮৫৮ কোটি টাকা। যেখানে আগের সপ্তাহ শেষে কোম্পানিটির বাজার মূলধন ছিল ২১ হাজার ২৪৮ কোটি টাকা।

বিদ্যুৎ খাতের কোম্পানি ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ইউপিজিডিসিএল) বাজার মূলধন গত সপ্তাহে ৩৮২ কোটি টাকা কমেছে। সময়ে কোম্পানিটির বাজার মূলধন দাঁড়িয়েছে ১৬ হাজার ৯৬১ কোটি টাকা, যা আগের সপ্তাহ শেষে ছিল ১৭ হাজার ৩৪৪ কোটি টাকা।

গত সপ্তাহে সিমেন্ট খাতের বহুজাতিক কোম্পানি লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের বাজার মূলধন কমেছে ১৯৭ কোটি টাকা। সময়ে কোম্পানিটির বাজার মূলধন ১১ হাজার ১৩৭ কোটি টাকায় দাঁড়িয়েছে। যেখানে আগের সপ্তাহ শেষে কোম্পানিটির বাজার মূলধন ছিল ১১ হাজার ৩৩৫ কোটি টাকায়।

বেক্সিমকো লিমিটেডের বাজার মূলধন গত সপ্তাহ শেষে ১২ হাজার ২৩৩ কোটি টাকায় দাঁড়িয়েছে। যেখানে আগের সপ্তাহ শেষে কোম্পানিটির বাজার মূলধন ছিল ১২ হাজার ৩৩৮ কোটি টাকা। সময়ে এর বাজার মূলধন কমেছে ১০৫ কোটি টাকা।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫